ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ পুলিশ সদস্যের চিকিৎসার জন্য ডিএমপির কল্যাণ তহবিল থেকে ৬৯ লাখ ৭ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে পুলিশ সদস্যদের হাতে আর্থিক অনুদানের অর্থ তুলে দেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) ও অতিরিক্ত আইজিপি এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার)।
৮ জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর সভাপতিত্বে কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৭৪তম সভায় ১৬২ জন পুলিশ সদস্যের অনুকূলে ৬৯ লাখ ৭ হাজার টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।
ওই সময় অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম, অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার), যুগ্ম কমিশনার, উপকমিশনার, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাসহ আর্থিক অনুদান গ্রহণকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।