চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার অভিযানে ১ হাজার ৬০০ ইয়াবা বড়িসহ একজন আটক হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা আড়াইটার দিকে কোতোয়ালি থানাধীন কে সি দে রোডে সিনেমা প্যালেসের মোড় থেকে পাপড়ি শীলকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে পাপড়ি জানান, তিনি ইয়াবা বড়ি কক্সবাজার জেলা থেকে পাইকারি মূল্যে কিনে খুচরা দামে বিক্রির উদ্দেশ্যে সিনেমা প্যালেসের মোড়ে অবস্থান নিয়েছিলেন।
আটককৃতের নামে নগরীর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।