সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের অভিযানে ১৫ হাজার কেজি ভারতীয় চিনিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে ছাতক থানাধীন ভাতগাঁও গ্রাম থেকে জাউয়াবাজার যাওয়ার পথে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন যশোরের কোতোয়ালি থানার মুড়লী গ্রামের রিপন মিয়া (২৮) ও সুনামগঞ্জ সদর থানার মইনপুর গ্রামের আবদুল মনাফ (৩০)।
গ্রেপ্তারকৃতরা একটি কাভার্ড ভ্যানে করে ভারতীয় চিনি পরিবহন করছিলেন। তাঁদের কাছে থাকা কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১৫ হাজার কেজি (৩০০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করা হয়।
ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।