১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।
সিলেট রিজিয়নের খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ রোববার সকাল সোয়া ১০টার দিকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কারবারির নাম হৃদয় মিয়া (২৭)। তাঁর বাড়ি হবিগঞ্জের মাধবপুর থানার দুর্গাপুর গ্রামে।
পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানাধীন বিশ্বরোড মোড় এলাকায় দায়িত্বকালে সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহনে তল্লাশি চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।