চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানা-পুলিশের একটি টিম ওই থানাধীন নারিকেলতলা এলাকার আষ্টাবাজার টু গল্লাক বাজার পাকা সড়কের কাছে অভিযান চালিয়ে ১ জন মাদক কারবারিকে আটক করে। ওই সময় আসামির সিএনজিচালিত গাড়ি তল্লাশি করে তার ভেতর ও আসামির হেফাজত থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামি রবিউল্লাহ ওরফে রবিউলের (৪০) বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, তিনিসহ কয়েকজন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিলেন।