উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএনের অভিযানে সলিম হত্যা মামলার এজাহারনামীয় আসামি আব্বাসকে ১টি ওয়ার শুটারগানসহ গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে ক্যাম্প ২ ওয়েস্টে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার আসামি আব্বাস (৩৮) ক্যাম্প ১ ওয়েস্টের নুর আলমের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএনরর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল জানান, বিশেষ এক অভিযান পরিচালনা করে সলিম হত্যা মামলার ৬ নং এজাহারনামীয় আসামি আব্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় তাঁর কাছ থেকে ১টি ওয়ার শুটারগানও উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।