নেত্রকোনার দুর্গাপুরে ১৪৪ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের দিকনির্দেশনায় দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযানে নামে।
অভিযানে দুর্গাপুর থানার নলুয়াপাড়া থেকে মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন মো. হযরত আলী (৩৫), মো. লিটন মিয়া (৩৪) ও মো. শহীদ মিয়া (৩৩)। এ ঘটনায় মামলা হয়েছে।