পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা চিনিবাহী ট্রাক ও মোটরসাইকেল। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানা-পুলিশের অভিযানে ১৪০ বস্তা ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নগরীর জালালাবাদ থানাধীন তেমুখী বাইপাস পয়েন্ট রাস্তার মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন সুনামগঞ্জের ছাতক এলাকার সাইদুল হক (৩০) ও ধর্মপাশা এলাকার জাকির হোসেন (২২) এবং সিলেটের জালালাবাদ থানা এলাকার মো. সোহেল রানা (৩৩)।

জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র নাথ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট বসানো হয়। এ সময় গতিপথ পাল্টানোর চেষ্টাকালে একটি ট্রাক, দুটি মোটরসাইকেলসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। ট্রাকে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় ৭ হাজার কেজি চিনি।

তিনি আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকে দুই আসামি পালিয়ে গেছেন। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।