১৩ মাদক মামলার ওয়ারেন্টের পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। তাঁর নাম আরিফ। তিনি কুড়িগ্রাম সদর থানাধীন পাওয়ার হাউজ মেথর পট্টি এলাকার বাসিন্দা।
কুড়িগ্রাম জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে আজ রোববার এ তথ্য জানানো হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, আরিফের নামে কুড়িগ্রাম থানায় বিভিন্ন সময়ে করা মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সেই সূত্র ধরে আগের মাদক মামলার ওয়ারেন্ট মূলে বিশেষ অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম সদর থানার একটি দল।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা সবার সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।