চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ১২ কেজি ভারতীয় রুপার তৈরি গয়না উদ্ধারের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মসজিদ থেকে নাস্তিপুর গড়ের মাঠের সাত্তারের পেয়ারা বাগান সংলগ্ন পাকা রাস্তার ওপর শনিবার দুপুর আড়াইটার দিকে মো. টিপু মন্ডলকে (২১) আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।