রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) রমনা বিভাগ। গ্রেপ্তার মাদক কারবারির নাম মোরশেদ। খবর ডিএমপি নিউজের।
ডিবি রমনা বিভাগ সূত্রে জানানো হয়, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মোরশেদকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
ওই মাদক কারবারি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সরবরাহ করার উদ্দেশ্যে কুমিল্লা থেকে মাদকের এই চালান নিয়ে আসেন।