ঢাকার উত্তরার ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল, ৫০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে।
আজ বুধবার সকাল ১০টার দিকে ১২ এপিবিএনের ইন্টেলিজেন্স টিমের সদস্যরা সংবাদ দেন, গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় একজন মাদক কারবারি গোপনে ফেনসিডিল ও ইয়াবা বেচাকেনা করছেন। তাৎক্ষণিক এ ব্যাটালিয়নের অপারেশন টিম ইনচার্জ সহকারী পুলিশ সুপার মো. ইফতেখার হাসান পিপিএম (বার) এর নেতৃত্বে একটি টিম টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল, ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. শাহীন হাসানকে (২০) গ্রেপ্তার করেন।
উদ্ধার ১০ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা এবং ৫০ পিস ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে।