১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরার অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ জুন) রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে আসামি মো. সাঈদকে (২৪) গ্রেপ্তার করা হয়।
১২ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফরমান আলী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের পর তাঁকে দক্ষিণখান থানায় সোপর্দ করা হয়েছে।