১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (৫ মে) ঢাকা মহানগরের পল্লবী থানাধীন কালশী নাভানা হাউজিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গতকাল রোববার অতিরিক্ত পুলিশ সুপার মল্লিক আহসান উদ্দিন সামী (বিকিউএম), ১২ এপিবিএনের (উত্তরা) নেতৃত্বে অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে পল্লবী থানাধীন কালশী নাভানা হাউজিং এলাকা থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি এফতেখারুল হাফিজকে (৫২) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এফতেখারুল হাফিজ সাভার উপজেলার রামচন্দ্রপুর এলাকার মৃত মিয়া আব্দুল হাফিজের ছেলে। তাঁকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।