সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১২টি ইয়াবা বড়িসহ এক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির কোতোয়ালি মডেল থানাধীন পূর্ব ধোপাদিঘীরপাড়ে বঙ্গবীর ওসমানী শিশু পার্কের সামনের রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি।
ওই কারবারির নাম জায়দুল হক। ২১ বছর বয়সী এ যুবকের বাসা শাহ পরান (রহ.) থানার দাসপাড়ার চকগ্রাম পয়েন্টে।
জায়দুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।