চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের বিশেষ টিমের অভিযানে বিভিন্ন মোবাইল অপারেটর টাওয়ার থেকে চুরি যাওয়া ১১৮টি চোরাই লিথিয়াম ব্যাটারি ও ৬ হাজার ৫০০ মিটার পাওয়ার ক্যাবল উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টা ১০ মিনিটে সিএমপির ডবলমুরিং থানাধীন মতিয়ারপুল এলাকায় অভিযান চালিয়ে শাহীন আলম (২৫) ও দিদারুল আলমকে (৪২) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যাটারি ও ক্যাবল কুমিল্লা জেলাসহ বিভিন্ন জেলা শহরে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক কোম্পানির টাওয়ারে গিয়ে কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে সুযোগ বুঝে ব্যবহৃত লিথিয়াম ব্যাটারি ও পাওয়ার ক্যাবল চুরি করতেন তাঁরা। চোরাই ব্যাটারি ও পাওয়ার ক্যাবলগুলো ডবলমুরিং থানাধীন মতিয়ারপুল এলাকায় আজিজ মার্কেটে মোক্তার এন্টারপ্রাইজ ও দিদারের গোডাউনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেন। তাঁদের নামে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।