চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানার অভিযানে ১ হাজার ১০০টি ইয়াবা বড়িসহ একজন গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পতেঙ্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুর রহমান ওরফে আলী।
তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যায় ডবলমুরিং থানাধীন নাছির মিয়ার কলোনিতে ভাড়া ঘর থেকে এক হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।