চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ১১টি চোরাই মোবাইলসহ একজন আটক হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর কোতোয়ালি থানাধীন পুরাতন স্টেশন রোড থেকে রবিউল আলমকে আটক করা হয়।
রবিউলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই ও ছিনতাই করা মোবাইল বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে তিনি পুরাতন স্টেশন রোডে অবস্থান নিয়েছিলেন।