রাজধানীর পল্টনে ১০ হাজার ইয়াবা বড়িসহ এক মাদক কারবারি গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম মো. সুলতান। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। খবর ডিএমপি নিউজের।
পল্টন মডেল থানার ওসি মো. সালাহউদ্দীন মিয়া জানান, গতকাল বুধবার রাতে থানার এসআই সুজন কুমার তালুকদার থানা এলাকায় অভিযান ডিউটিকরাকালীন সংবাদ পান কাকরাইলে অবস্থিত এসএ পরিবহন পার্শ্বেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের সামনে এক ব্যক্তি ইয়াবা বড়িসহ অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ রাত ১২টা ৫০ মিনিটের দিকে ওই স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, সুলতান কক্সবাজার থেকে ইয়াবা বড়ি এনে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
ওসি আরও বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার সুলতানের নামে রমনা মডেল থানায়, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ও ডিএমপির পল্লবী থানায় একটি করে মাদকের মামলা রয়েছে। আর এবার ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ায় পল্টন মডেল থানায় আরও একটি মামলা যুক্ত হলো।