চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইপিজেড থানার একটি দল অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে ইপিজেড থানা এলাকার ব্যারিস্টার কলেজ রোড থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামি অরুণ চাকমার (২৬) বাড়ি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায়। অপর আসামি কান্তি চাকমা প্রকাশ সুমনের (২৫) বাড়ি রাঙামাটির বড়কল থানা এলাকায়। তাঁরা মহানগরের ইপিজেড থানা এলাকার ব্যারিস্টার কলেজ রোডের একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে ইপিজেড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।