বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের ফিশিং ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে চট্টগ্রামের কুমিরা নৌ ফাঁড়ি।
সঙ্গীয় বাহিনীসহ ফাঁড়ির ইনচার্জ মঙ্গলবার জালগুলো জব্দ করে।
জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ টাকা।
এসব কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে দুই নৌকার মালিক এবং গ্রেপ্তার ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।