সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ধজনগর গ্রামের মো. খোকন মিয়া (৫৫) ও একই জেলার আখাউড়া থানার নিলাহাদ পশ্চিম হাটি সওদাগর পাড়ার বানেছা বেগম ওরফে বানু (৪৫)।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ধর্মপাশা থানাধীন ইসলামপুর থেকে মুক্তারপুরগামী রাস্তার ইন্দুরাজার ব্রিজের ওপর এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আসামিদ্বয়ের নামে ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।