১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বরিশালের সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ পিস নিষিদ্ধ অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছেন।
১০ এপিবিএনের একটি টিম ১৩ জুন সকাল ৮টা ২০ মিনিট থেকে রাত পৌনে ৩টা পর্যন্ত বরিশাল মহানগর কোতোয়ালি মডেল থানাধীন এলাকায় এই অভিযান চালায়। রাত ১০টার দিকে ১৩ নম্বর ওয়ার্ডের আমতলার মোড় পানির ট্যাংকের বিপরীত পাশে রমজান জুস পয়েন্টে এর দোকানের সামনে থেকে মো. আসিফ সিকদার (১৯) নামের মাদক কারবারিকে ১২ পিস নিষিদ্ধ অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
উদ্ধার ইয়াবার বাজার মূল্য আনুমানিক ৬ হাজার টাকা।
আটক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।