১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১০ এপিবিএন), বরিশালের সাইবার অপরাধ শাখা এবং অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখা পরিদর্শন করেছেন এপিবিএন সদর দপ্তরে নিযুক্ত ডিআইজি (অপারেশন্স) মো. মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার)। এ সময় তিনি সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের সাথে মতবিনিময়ও করেন।
১৩ মার্চ (সোমবার) এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ডিআইজি (অপারেশন্স) মো. মাহবুব আলম এপিবিএন পুলিশ লাইনসে পৌঁছালে তাঁকে একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।
সাইবার অপরাধ ও ইন্টেলিজেন্স সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি (অপারেশন্স) মাহবুব আলম সাইবার অপরাধ, সাইবার বুলিং, মোবাইল ফোন উদ্ধার, ইন্টেলিজেন্স উইংয়ের কাজের গতিশীলতা আনতে সাইবার প্রশিক্ষণ বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন।
সভাপতির বক্তব্যে ১০ এপিবিএনের কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১০ এপিবিএনের উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন পিপিএম (সেবা), এএসপি (অ্যাডজুটেন্ট) মো. মাহমুদুল হাসান চৌধুরী, এএসপি (ট্রেনিং অ্যান্ড স্পোর্টস) সাবিহা মেহেবুবা, এএসপি (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) উজ্জ্বল কুমার দেসহ সাইবার অপরাধ শাখা এবং অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার পুলিশ সদস্যরা।