১০ এপিবিএনের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন। ছবি : বাংলাদেশ পুলিশ

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মাসিক অপরাধ পর্যালোচনা সভা সোমবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

১০ এপিবিএনের ড্রিল শেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন।

সভার শুরুতে বিভিন্ন সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত নেন ১০ এপিবিএনের কমান্ডিং অফিসার। শৃঙ্খলা বজায় রাখা এবং পেশাদারত্বের সঙ্গে কাজ করতে এপিবিএন সদস্যদের নির্দেশ দেন তিনি।

এ সময় ১০ এপিবিএনে কর্মরত এক সদস্যকে ক্রেস্ট দেওয়ার মাধ্যমে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

১০ এপিবিএনের এএসপি (অ্যাডজুটেন্ট) মো. মাহমুদুল হাসান চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) নাসরিন জাহান, বরিশাল বিভাগীয় হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার মোহাম্মদ ইমরান মিয়া এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।