কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ জুন) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি হলেন কিশোরগঞ্জের সদর উপজেলার গাইটাল নয়াপাড়া জনতা স্কুল মোড় এলাকার আব্দুর রাশিদের ছেলে শাহ আলম (২৮)।
জানা যায়, জেলা ডিবি পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় এসআই ফারুক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় কিশোরগঞ্জ মডেল থানার গাইটাল নয়াপাড়া জনতা স্কুল মোড় এলাকা থেকে শাহ আলমকে গ্রেপ্তার করে। বুধবার রাত পৌনে ১০টার দিকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ক্রয় করে এনে জেলা সদরসহ আশপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে বিক্রি করছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।