১০০ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
বগুড়া রিজিয়নের আওতাধীন হাতীবান্ধা হাইওয়ে থানা শনিবার গভীর রাতে লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়কে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন পারুলিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। ওই সময় একটি ট্রাকের (বগুড়া ট-১১-২১০৮) চালক হাইওয়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গাড়িটি রেখে পালিয়ে যায়।
পরবর্তী সমযে ট্রাকটি তল্লাশি করে কেবিনের ভেতর দুই প্যাকেটে ৫০ বোতল করে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।