খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থানা-পুলিশের একটি দল বুধবার রাত ১২টা ২৫ মিনিটে দোলখোলা মতলেবের মোড়ের মোড়ল ইলেকট্রিক হাউসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কারবারির নাম মনির শেখ (৩০)। তাঁর বাসা খুলনা মহানগরীর দোলখোলা মতলেবের মোড় এলাকায়।
ওই কারবারির নামে খুলনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।