বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১০০টি ইয়াবা বড়িসহ দুজন আটক হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে ডিবির চৌকস দল নগরীর কোতোয়ালি থানাধীন উত্তরা ব্যাংক লিমিটেডের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাঁদের আটক করে।
আটক দুজন হলেন আরিফ ইমরান (৩০) ও আবুল কালাম খলিফা (৪৫)। তাঁদের মধ্যে আরিফের বাড়ি কোতোয়ালি থানার ব্যাপ্টিস্ট মিশন রোডের সরদারবাড়ি। অন্যদিকে আবুল কালামের বাড়ি কাউনিয়া থানার মালেক খানের বাড়ি।
দুজনের নামে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।