কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪০ ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে হোয়াইক্যং হাইওয়ে থানা-পুলিশ।
বুধবার (৭ জুন) দুপুরে টেকনাফ থানাধীন নয়াপাড়া-সংলগ্ন কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়ক থেকে এসব বিয়ার জব্দ করা হয়।
হোয়াইক্যং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল আলম জানান, সিএনজিচালিত অটোরিকশায় মাদক পাচার হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অটোরিকশা রেখে পালিয়ে যান চালক। পরে এতে তল্লাশি চালিয়ে ৪০ ক্যান বার্মিজ বিয়ার জব্দ করা হয়। পলাতক আসামির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।