কুমিল্লা রিজিয়নের হোয়াইক্যং হাইওয়ে থানার পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার ২০০ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে।
আজ ১৭ আগস্ট বেলা সাড়ে ১১টার সময় হোয়াইক্যং হাইওয়ে থানার এসআই মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে নিয়মিত চেকপোস্ট ডিউটি করার সময় টেকনাফ থানাধীন রঙ্গীখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজের কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর একটি ইজিবাইকের গতিবিধি (মিনি টমটম) সন্দেহজনক মনে হওয়ায় এর চালককে আটক করে এবং ইজিবাইকটি তল্লাশি করে। তল্লাশির এক পর্যায়ে চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্কচ টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেট খুলে ১১টি নীল রংয়ের জিপার ব্যাগ থেকে ২ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসব ইয়াবা ও ইজিবাইক জব্দ করা হয়।
অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে ইজিবাইক চালক মো. ইউনূস আলীকে (৩৪) আটক করা হয়।
টেকনাফ থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।