রাজশাহী মহানগরীর থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে। রোববার (৯ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার (১০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত এই অভিযান চলে। খবর আরএমপি নিউজের।
আরএমপি নিউজ সূত্রে জানা যায়, মেট্রোপলিটন পুলিশের অভিযানে বোয়ালিয়া মডেল থানা এলাকা থেকে ৬ জন, রাজপাড়া থানা এলাকা থেকে ২ জন, চন্দ্রিমা থানা এলাকা থেকে ২ জন, মতিহার থানা এলাকা থেকে ১ জন, কাটাখালী থানা এলাকা থেকে ১ জন, বেলপুকুর থানা এলাকা থেকে ২ জন, পবা থানা এলাকা থেকে ২ জন, কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে ১ জন ও কর্ণহার থানা এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
তাদের মধ্যে ১০ জন পরোয়ানাভুক্ত আসামি, ৭ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মোট ৫৭.২০ গ্রাম হেরোইন ও ৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।