কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার অভিযানে ৬ গ্রাম হেরোইনসহ এক নারী গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে থানার মানিককাজী গ্রামের রিয়াজুল হকের বসতবাড়ি থেকে বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নারীর নাম রোমানা আক্তার রুশি। তাঁর কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় দুই পোঁটলায় ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
অভিযানের সময় রুশির পরিবারের দুই সদস্য পালিয়ে যান।
গ্রেপ্তার রুশিসহ তিনজনের নামে ভূরুঙ্গামারী থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।