রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের অভিযানে ৫.৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৮ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ ঘাট থানাধীন উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি জাকির হোসেনের (৫৫) বাড়ি রাজবাড়ী সদর থানাধীন বেথুলীয়া মুন্সীপাড়া এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।