বরিশালের হিজলা নৌ ফাঁড়ির পুলিশ মেঘনা নদীতে অবৈধ জালবিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৫০ কেজি জাটকা উদ্ধার করেছে।
আজ সোমবার ১৮ মার্চ সকালে এই অভিযান চালানো হয়।
উদ্ধার করা জালের আনুমানিক মূল্য ৪৮ লাখ টাকা এবং জাটকার মূল্য ৪৫ হাজার টাকা।
এ ছাড়া ৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।