বরিশালের হিজলা নৌ ফাঁড়ির পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে।
নৌ-ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি টিম ১৭ অক্টোবর মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় মা ইলিশ রক্ষা অভিযান-২০২৩ সফল করার লক্ষ্যে একাধিক শিফটে অবৈধ জালবিরোধী অভিযান পরিচালনা করে। এসব অভিযানে আনুমানিক ২০ লাখ ৪২ হাজার ২০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে।
উদ্ধার জালের আনুমানিক মূল্য যার আনুমানিক মূল্য ৬ কোটি ১২ লাখ ৬৬ হাজার কোটি টাকা ।
এছাড়া অভিযানে ৬২ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৮ হাজার ৬০০ টাকা।
অভিযানকালে আটক ১৩ জনের বিরুদ্ধে মৎস্য আইনে চারটে মামলা দায়ের করা হয়।
পরে উদ্ধার করা অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো অসহায়দের মাঝে বন্টন করা হয়।