বরিশালের হিজলা নৌ ফাঁড়ির পুলিশ মেঘনা নদীতে অভিযান চালিয়ে সোয়া দুই লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১৩৫ কেজি মাছ উদ্ধার করেছে।
নৌ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি টিম ৩ এপ্রিল মেঘনা নদীর বিভিন্ন শাখায় নির্ধারিত অভয়ারণ্যে জাটকা নিধনবিরোধী অভিযান চালায়। এ সময় তারা আনুমানিক ২ লাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৩৫ কেজি জাটকা উদ্ধার করে।
উদ্ধার জালের আনুমানিক মূল্য ৬৭ লাখ ৫০ হাজার টাকা ও জাটকার আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা।
অভিযানের সময় চারজনকে আটক করা হয় যাদের মধ্যে তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। একজনের বিরুদ্ধে হিজলা থানায় মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
পরে উদ্ধার করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জাটকা অসহায়দের মাঝে বিতরণ করা হয়।