ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদে একটি কাঠের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ শ্রমিক নিহত হয়েছেন।
সেকেন্দ্রাবাদের গুদামে বুধবার (২৩ মার্চ) ভোররাতে আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ। খবর দ্য ডেইলি স্টারের।
ধারণা করা হচ্ছে, নিহত ১১ জনই বিহার থেকে আসা অভিবাসী শ্রমিক।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় ভোররাত ৪টার দিকে গুদামে আগুন লাগে। এ সময় সেকেন্দ্রাবাদ রেলস্টেশনের কাছাকাছি ভৈগুদার গুদামটির ওপরের তলায় প্রায় ১৩ জন শ্রমিক ঘুমিয়ে ছিলেন।
৩ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে।