হালদা নদীর মোহনা এলাকায় চট্টগ্রামের অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করেছেন।
হালদার অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হকের নেতৃত্বে হালদা নদীর মোহনায় আজ রোববার সকাল ৯টা ৫ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় পাতানো অবস্থায় ৩০০০ মিটার জাল উদ্ধার করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
পরে উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।