কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়ে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধারের পর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
বুধবার (১৯ অক্টোবর) কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জানায়, শিশুটির নাম ওয়ালিদ (৮)। সে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শিশুটি কক্সবাজার সমুদ্র সৈকতে হারিয়ে যায়। পরে ট্যুরিস্ট পুলিশের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।