হারিয়ে যাওয়া ২০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে খুলনা থানা-পুলিশ।
মহানগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার হওয়া মোবাইলগুলো বৃহস্পতিবার হস্তান্তর করা হয়।
প্রকৃত মালিকদের কাছে ডিভাইসগুলো হস্তান্তর করেন কেএমপির উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম।
ওই সময় আরও উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) সোনালী সেন পিপিএম-সেবা, সহকারী কমিশনার (খুলনা জোন) এস.এম বায়জীদ ইবনে আকবর, খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল-মামুনসহ অনেকে।