চট্টগ্রাম বিমানবন্দরে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া এক শিশুকে এপিবিএনের সদস্যরা পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন।
২৮ মার্চ সকাল ৯টা ২০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর টার্মিনাল এলাকায় মো. তারিফুল ইসলাম (৬) নামের শিশুটিকে পান ডিউটিরত এক এপিবিএন সদস্য। তিনি শিশুটিকে নিজ হেফাজতে নিয়ে দায়িত্বের সঙ্গে শিশুর পরিবারকে খুঁজে বের করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, শিশুটি পরিবারবর্গের সাথে বাংলাদেশ বিমান (BG-122) এর মাসকাট থেকে আসা যাত্রী নূর আলমকে রিসিভ করতে বিমানবন্দর এলাকায় আসে। বিমানবন্দরের পার্কিং এলাকায় অন্যান্য যাত্রী ও দর্শনার্থীর ভিড়ে শিশু সে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ডিউটিরত এপিবিএন সদস্য শিশুটিকে নিজ হেফাজতে নিয়ে শিশুর পরিবারকে খুঁজে বের করে সত্যতা যাচাই করে নিশ্চিত হয়ে শিশুটিকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেন।