কক্সবাজারের উখিয়া থেকে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছে ১৪ এপিবিএনের আওতাধীন লাম্বাশিয়া পুলিশ ক্যাম্প।
লাম্বাশিয়া চারমুহা (চৌরাস্তা) মোড় থেকে বুধবার দুপুরে ওয়ান প্লাসের মোবাইলটি উদ্ধার করা হয়।
মোবাইলটি হারানোর বিষয়ে গত বছর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জিডি হয়। লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান মোবাইলটি সুন্দরবন কুরিয়ারে তেজগাঁওয়ের উদ্দেশে পাঠিয়ে দিয়েছেন।