৭ এপিবিএন সিলেটের অভিযানে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়। ছবি: পুলিশ নিউজ

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে রোববার প্রকৃত মালিককে ফেরত দিয়েছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

হবিগঞ্জের বানিয়াচং থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ালটন প্রিমো এইচনাইন মোবাইলটি উদ্ধার করা হয়। সেই ডিভাইস রোববার বেলা তিনটার দিকে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।