১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত গত এক মাসে যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখা, যশোর এলআইসি ৩৫টি হারানো মোবাইল ফোন, পেনড্রাইভ ও স্বর্ণালংকার উদ্ধার করেছে এবং চোর ও চোরদের সিন্ডিকেট শনাক্ত করে তাদের গ্রেপ্তার করেছে। আর এসব কাজে সবচেয়ে বেশি ভূমিকা যিনি রেখেছেন, তিনি হলেন জেলা গোয়েন্দা শাখা, যশোর এলআইসির ইনচার্জ কনস্টেবল মো. আশরাফুল ইসলাম।
যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএমের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএমের তত্ত্বাবধানে এই জেলার বিভিন্ন থানায় রুজু করা মোবাইল হারানোর জিডি-সংক্রান্ত জেলা গোয়েন্দা শাখা, যশোর এলআইসি শাখার ইনচার্জ কনস্টেবল মো. আশরাফুল ইসলাম গত এক মাসে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেন।
এ ছাড়া একাধিক চুরি, ডাকাতি, অপহরণ ও হত্যার মামলার রহস্য উদঘাটনে কনস্টেবল আশরাফুল প্রযুক্তিগত সহযোগিতা দেন। হারানো মোবাইল ফোন শুধু উদ্ধারই করা হয়নি, এগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরও করা হয়েছে। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।