হারিয়ে যাওয়া চারটি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) খুলনা ইউনিট।
বৃহস্পতিবার (২ মার্চ) ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
ফোন ফিরে পাওয়া ব্যক্তিরা হলেন খুলনা মহানগরীর দৌলতপুর থানা এলাকার মো. মিলুল খাঁ (২০), মো. শহিদুল ইসলাম (২৭), রাজু খাঁ (২৪) এবং যশোরের কোতোয়ালি থানা এলাকার আল আমিন (৩০)।
৩ এপিবিএন জানায়, ফোন হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগীরা। তথ্য ও প্রযুক্তির সহায়তায় ফোনগুলো উদ্ধার করে তাঁদের ফিরিয়ে দেয় ৩ এপিবিএনের সাইবার টিম। হারানো ফোন ফিরে পেয়ে এপিবিএনকে ধন্যবাদ জানান ভুক্তভোগীরা।