দুটি হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে ভুক্তভোগীদের হাতে মোবাইল ফোন হস্তান্তর করেন ৭ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) খো. ফরিদুল ইসলাম।
৭ এপিবিএন জানায়, মোবাইল দুটি হারানোর ঘটনায় গত এপ্রিল ও মে মাসে খাগড়াছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরই ধারাবাহিকতায় ৭ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (অ্যাডজুডেন্ট) আবুল হাসান মো. যায়ীদের নেতৃত্বে ফোন দুটি উদ্ধার করা হয়। হারানো ফোন ফিরে পেয়ে এপিবিএনকে ধন্যবাদ জানান ভুক্তভোগীরা।