হারানো ১০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) চট্টগ্রাম।
শনিবার (১৮ মে) ভুক্তভোগীদের এসব ফোন হস্তান্তর করেন ৯ এপিবিনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
৯ এপিবিএন জানায়, ফোন হারানোর ঘটনায় বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দেওয়া হয়। হারানো ফোন ফিরে পেয়ে ধন্যবাদ জানান ভুক্তভোগীরা।