হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন ও ভুল বিকাশ নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (২৯ আগস্ট) এসব ফোন ও টাকা ভুক্তভোগীদের হস্তান্তর করেন ২ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমদ খান।
২ এপিবিএনের অধিনায়ক জানান, মোবাইল ফোন হারানো ও ভুল বিকাশ নম্বরে টাকা চলে যাওয়ার ঘটনায় দেশের বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তের এক পর্যায়ে এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার সহায়তায় এসব ফোন ও টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়া হয়।