কক্সবাজার থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
ডিএমপি জানায়, রোববার (৬ মার্চ) দুপুরে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ বিশ্বরোড এলাকা থেকে আসামি মো. সুমন মিয়া ও মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার বদরুজ্জামান জিল্লু, বিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। বেলা আড়াইটায় হানিফ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে আসামিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬ হাজার এবং গাড়ির ভেতর থেকে ৪ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ঘটনায় হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
যাত্রাবাড়ী থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।